Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২, ওজোপাডিকো, ঝিনাইদহ দপ্তরের আওতাধীন এলাকায় ১৫% বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার
বিস্তারিত

বিষয়ঃ- বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২, ওজোপাডিকো, ঝিনাইদহ দপ্তরের আওতাধীন এলাকায় ১৫% বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারের কার্যবিবরনী।                   

সভাপতিঃ                         প্রকৌঃ মোঃ রাশেদুল ইসলাম চৌধুরী

                                        নির্বহী প্রকৌশলী, বিবিবি-১, ওজোপাডিকো, ঝিনাইদহ।

বিশেষ অতিথিঃ                 প্রকৌঃ মোঃ সবুক্ত গীন

                                        নির্বাহী প্রকৌশলী, বিবিবি-২, ওজোপাডিকো, ঝিনাইদহ।

সভার স্থানঃ                       সম্মেলন কক্ষ, ওজোপাডিকো, ঝিনাইদহ।

সময় ও তারিখঃ                সকাল ১০.৩০ ঘটিকা, ২১ আগষ্ট, ২০২৪।

উপস্থিতিঃ                         বিবিবি-১ ও ২ দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারী ও সন্মানিত গ্রাহক বৃন্দ।


সভাপতি মহোদয় সম্মেলন কক্ষে উপস্থিত সকল কর্মকর্তা/কর্মচারী ও সন্মানিত গ্রাহকবৃন্দকে স্বাগত জানান এবং সেমিনারের কার্যক্রম শুরু করতে বলেন।

সভাপতির অনুমতিক্রমে অত্র দপ্তরের উপ-বিভগীয় প্রকৌশলী জনাব অতীব বিশ্বাস একটি প্রেজিন্টেশন পেশ করেন। প্রেজিন্টেশনে তিনি বলেন এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় মানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা। সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করতে এবং বিদ্যুৎ ব্যবহারে বিলাসিতা পরিহার করার আহবান জানান। অফপিক সময়ে সেচ পাম্প চালানো, সবসময় গীজার না চালিয়ে গোসলের ৩০ মিনিট পূর্বে চালু করাসহ আধুনিক টেকনোলজির কম রেটিংযুক্ত ইলেকট্রনিক্স সরঞ্জাম ব্যবহারের কথা বলেন। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রীর উপরে রাখতে আহবান জানান এবং তিনি আরো বলেন ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে ১০% বিদ্যুৎ সাশ্রয় করা যায়। এনার্জি সেভিংস বাল্বের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করাসহ ১৫% বিদ্যুৎ সাশ্রয়ের আহবান জানিয়ে তার প্রেজিন্টেশন শেষ করেন। পরিশেষে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের প্রেজিন্টেশন বিষয়ে কোন প্রশ্ন থাকলে তা করার আহবান জানান।

নির্বাহী প্রকৌশলী বিবিবি-২ ওজোপাডিকো, ঝিনাইদহ সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভাটার এসি ব্যবহারের পরামর্শ দেন। দিনের বেলায় পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করতে বলেন। বিদ্যুৎ কম ব্যবহারের আহবান জানান। বাসাবাড়ীতে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান পরিহার করে ১৫% বিদ্যুৎ সাশ্রয়ের আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সভাপতি দেশে বিদ্যমান জ্বালানী সংকটের কথা মাথায় রেখে সকলকে ১৫% বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করেন এবং লোডশেডিং এর সময় ধৈর্য্য ধারন করার অনুরোধ জানান। ঘর থেকে বাহির হওয়ার সময় বাতি, ফ্যান ,এসি বন্ধ আছে কিনা তাহা নিশ্চিত হওয়ার কথা বলেন। পরিশেষে দেশের বৃহত্তর স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে এবং বর্ণিত সেমিনার/কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/08/2024
আর্কাইভ তারিখ
31/10/2026

বার্ষিক কর্ম পরিকল্পনা